বিজ্ঞাপন

এক বছর নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার, নয় মাস ব্যানক্রফট

March 28, 2018 | 2:24 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড কালই ঘোষণা দিয়েছিলেন, বড় শাস্তি অপেক্ষা করছে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটদের জন্য। তিন ক্রিকেটার দেশে ফেরার পরেই জানা গেছে শাস্তিটা। ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ-ওয়ার্নার, ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্যানক্রফট।

বল টেম্পারিং কেলেঙ্কারিতে কয়েক দিন ধরেই টালমাটা অস্ট্রেলিয়া। সিএর প্রধান নির্বাহী সাদারল্যান্ড কাল জানিয়েছিলেন, স্মিথ-ওয়ার্নাররা দেশে ফিরে যাওয়ার পরেই শাস্তিটা জানা যাবে। সেটা এবার বেশ বড়ই হলো। এক বছর জাতীয় দলের বাইরে থাকতে হবে স্মিথ-ওয়ার্নারকে। সবকিছু ঠিক থাকলে আগামী বিশ্বকাপের আগে আবার মাঠে নামতে পারবেন তাঁরা। ব্যানক্রফট ফিরতে পারবেন তারও আগে। দুই বছর অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করতে পারবেন না স্মিথ-ওয়ার্নার

তবে স্মিথদের এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে। আজ দেশে পৌঁছেই তাঁদের জানানো হয়েছে এটা। বিসিসিআই নিশ্চিত করেছে, স্মিথ-ওয়ার্নার এবারের আইপিএলেও থাকছেন না।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন