বিজ্ঞাপন

‘শেখ হাসিনা ক্ষমতায় বলেই মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা হয়েছে’

June 12, 2021 | 8:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: আগামী অর্থবছর থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা বেড়ে ২০ হাজার টাকা করার কথা উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছেন বলেই গত এক বছরে দেশের ৯০ লাখ মানুষ বিভিন্ন ধরনের ভাতা ও বৃত্তি পেয়েছেন।’

বিজ্ঞাপন

শনিবার (১২ জুন) সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে মুরাদপুরে সমাজসেবা অধিদফতরের সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। ‘প্রশিক্ষণ লব্ধজ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়নের কৌশল ও করণীয়’ বিষয়ে সমাজসেবা অধিদফতর এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ২০২০-২০২১ অর্থবছরে ভাতা ও বৃত্তি বিতরণের তথ্য তুলে ধরে উপমন্ত্রী নওফেল বলেন, ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় গত এক বছরে শুধুমাত্র সমাজসেবা অধিদফতর ৯০ লাখ মানুষকে ভাতা ও বৃত্তি দিয়েছে। জনপ্রতি মাসিক ৫০০ টাকা করে বয়স্কভাতা পেয়েছেন ৪৯ লাখ মানুষ। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পেয়েছেন ২০ লাখ ৫০ হাজার মানুষ। জনপ্রতি মাসিক ৭৫০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা পেয়েছেন ১৮ লাখ। জনপ্রতি মাসিক ৭৫০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা হারে পেয়েছেন ১ লাখ প্রতিবন্ধী শিশু।’

‘শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে মাসিক ২ হাজার টাকা হারে। বেসরকারি এতিমখানায় প্রতিপালিত ১ লাখ এতিম শিশু পাচ্ছে ক্যাপিট্যাশন গ্রান্ট। ৫০ হাজার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তিদের ৫০০ টাকা হারে দেয়া হচ্ছে বিশেষ ভাতা। ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন ২ হাজার ৬০০ তৃতীয় লিঙ্গের মানুষ। ২৫ হাজার ৯০০ বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী এবং ১ হাজার ২৪৭ জন তৃতীয় লিঙ্গের শিশু পাচ্ছে বিশেষ উপবৃত্তি।’

বিজ্ঞাপন

নওফেল বলেন, ‘আমাদের বীর মুক্তিযোদ্ধাদের ১২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছিল। এবারের বাজেটে সেটা আরও বাড়ানো হয়েছে। আগামী অর্থবছর থেকে মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন বলেই এটা সম্ভব হয়েছে।’

ভাতা বিতরণের এই চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শিক্ষা উপমন্ত্রী সমাজসেবা কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

সেমিনারে নওফেল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেমন রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন করছেন তেমনি সামাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। প্রায় সব সরকারি ভাতা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় চালু হয়েছে। বয়স্ক ভাতা কর্মসূচি চালু হয়েছে ১৯৯৭-৯৮ সালে। বিধবা ও স্বামী নিগৃহীতাদের জন্য ভাতা চালু হয়েছে ১৯৯৮-৯৯ সালে। করা। অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা চালু হয়েছে ২০০৫-০৬ সালে।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক নুসরাত সুলতানার সভাপতিত্বে এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কামরুল পাশা ভূঁইয়ার সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম, কক্সবাজারের উপ-পরিচালক মো. ফরিদুল, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ, সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ, নাজমা আকতার, ওয়াহীদুল আলম, মো. শফিউদ্দিন, ফারহানা আমিন, আফতাব উদ্দিন।

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন