বিজ্ঞাপন

বিকেলে আসছে চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ ভ্যাকসিন

June 12, 2021 | 10:02 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা প্রতিরোধে চীনের বন্ধুত্বের নিদর্শন হিসেবে দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ ভ্যাকসিন রোববার (১৩ জুন) বিকেলে ঢাকায় আসার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমান দ্বিতীয় দফায় চীনের ছয় লাখ ডোজ ভ্যাকসিন আনতে শনিবার (১২ জুন) সন্ধ্যায় ঢাকা ছেড়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছে। সব ঠিক থাকলে রোববার বিকেলে বিমানটি চীনের সাইনোফার্মা’র ছয় লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে ঢাকায় ফিরবে।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানিয়েছে, চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে অআব্দুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই’র সঙ্গে গত ২১ মে টেলিফোনে আলাপ করেন। ওইদিন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে বলেন, ‘উপহার হিসেবে চীন দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে।’

এর আগে, চীন প্রথম দফায় পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দিয়েছে। ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানিয়েছে, চলমান করোনা সংক্রমণে সারাবিশ্বে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশ যেমন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনি চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্ত এমন পরিস্থিতিতে চীন বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় এবং সহযোগিতা করতে চায়। উপহারের এই ভ্যাকসিন বাংলাদেশের করোনা প্রতিরোধে সহায়তা করবে বলে মনে করে চীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন