বিজ্ঞাপন

বিকেলে পৌঁছবে চীনের ৬ লাখ ভ্যাকসিন

June 13, 2021 | 1:31 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশকে উপহার দেওয়া চীনের ৬ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে রওয়ানা দিয়েছে বাংলাদেশের বিমান।

বিজ্ঞাপন

রোববার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান ঢাকায় পৌঁছবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সিনোফার্মের ৬ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে বিমান দুটি এরইমধ্যে বেইজিং এয়ারপোর্ট ছেড়েছে।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানিয়েছে, চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে অআব্দুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই’র সঙ্গে গত ২১ মে টেলিফোনে আলাপ করেন।

বিজ্ঞাপন

ওইদিন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে বলেন, ‘উপহার হিসেবে চীন দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে।’

এর আগে, চীন প্রথম দফায় পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দিয়েছে।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানিয়েছে, চলমান করোনা সংক্রমণে সারাবিশ্বে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশ যেমন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনি চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্ত এমন পরিস্থিতিতে চীন বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় এবং সহযোগিতা করতে চায়।

বিজ্ঞাপন

উপহারের এই ভ্যাকসিন বাংলাদেশের করোনা প্রতিরোধে সহায়তা করবে বলে মনে করে চীন।

সারাবাংলা/এসবি/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন