বিজ্ঞাপন

গাজীপুরে দোকান মালিক হত্যায় কর্মচারীর ফাঁসি বহাল

December 12, 2017 | 7:21 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: গাজীপুর জেলার জয়দেবপুরে এক দোকান মালিক হত্যা মামলায় কর্মচারী শহিদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী ড. মোমতাজ উদ্দীন আহমদ মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ, সহকারি অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস ও মিয়া মো.শামীম আহসান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ সারাবাংলাকে বলেন, ২০১১ সালে গাজীপুর জেলায় দোকান মালিক শরিফুল ইসলামকে হত্যার ঘটনায় কর্মচারি শহিদুল ইসলামকে নিম্ন আদালতের দেয়া ফাসিঁ বহাল রাখেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আসামি আপিল না করলে তার মৃত্যুদণ্ড কার্যকরে  বাধা নেই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুরের থানার কড্ডা কাঠালিয়া গ্রামের দোকানি শরিফুল ইসলামকে কর্মচারি শহিদুল চাকু দিয়ে হত্যা করে ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় হত্যাকারি শহিদুলকে আসামি করে নিহতের বাবা কামাল হোসেন পরের দিন মামলা দায়ের করেন। শুনানি শেষে একই বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের দায়রা জজ আদালত আসামি শহিদুলকে মৃত্যুদণ্ড দেন। পরে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন আসামি।

সারাবাংলা/এজেডকে/টিএম/জেডএফ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন