বিজ্ঞাপন

ভূয়া সার্টিফিকেট বানিয়ে টুর্নামেন্টে খুদে ফুটবলাররা!

March 28, 2018 | 7:35 pm

জাহিদ-ই-হাসান, স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

প্রাথমিক স্কুলগুলোর খুদে ফুটবলারদের নিয়ে দেশের সর্ববৃহৎ ফুটবল আয়োজন বঙ্গমাতা টুর্নামেন্টের গায়ে লেগেছে কলঙ্কের দাগ। প্রাইমারি ফুটবলারদের টুর্নামেন্টে হাই স্কুলের ফুটবলারদের খেলানোর অভিযোগ উঠেছে।

সদ্য শেষ হওয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব টুর্নামেন্টে ফাইনালে অংশ নেয়া এক দলের বিপক্ষে বয়স লুকানোর অভিযোগ এসেছে। অভিযোগ, বয়সের নকল সার্টিফিকেট বানিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছে চার খুদে ফুটবলার।

টুর্নামেন্টের ফাইনালেও খেলেছেন এই চার ফুটবলার। এরা চারজনই ঢাকা বিভাগের দল ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হয়ে খেলেছেন। দারুণ খেলে দলকে ফাইনালেও তুলেছেন তারা।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, এই চার খুদে ফুটবলার নান্দাইল উপজেলার নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ভূয়া সার্টিফিকেট বানিয়ে তাদের প্রাইমারি স্কুলের হয়ে খেলিয়েছেন ওই দলের কোচ এমনটাই অভিযোগ পাওয়া গেছে। এই স্কুলের কোচ মকবুল হোসেন।

কোচ মকবুল অবশ্য অভিযোগ স্বীকার করেননি। তিনি জানান, ‘না এই ধরনের কাজ আমরা করিনি। বয়স লুকানোর প্রশ্নই উঠে না।’

পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশ্য ফাইনাল ম্যাচটি হেরে যায় ট্রাইব্রেকারে। খুলনা বিভাগের দল ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে হেরেছে দলটি।

বিজ্ঞাপন

এই অভিযোগ অবশ্য নতুন নয় এই টুর্নামেন্টে। এর আগেও বয়স লুকানোর অভিযোগ এসেছে। তবে, বারবার কোনও নির্দিষ্ট ছাঁচীকরণ ছাড়াই এমনভাবে টুর্নামেন্টে অংশ নিলে ফুটবলের আয়োজন নিয়ে প্রশ্ন উঠে। কলঙ্ক অধ্যায়ের জন্ম হয়।

সারাবাংল/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন