বিজ্ঞাপন

যশোরে করোনা আক্রান্তের রেকর্ড, ২ জনের প্রাণহানি

June 19, 2021 | 10:51 am

লোকাল করেসপন্ডেন্ট

বেনাপোল: যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ভারতফেরত বাংলাদেশি আছেন নয়জন। এইসময়ে করোনায় মারা গেছেন দুইজন।

বিজ্ঞাপন

এটি যশোরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ জানান।

এদিকে সংক্রমণ ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকার কারণে যশোরের পাঁচটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে লকডাউন বাড়ানো হয়েছে। জেলা প্রশাসন বলছে, লকডাউন কার্যকর করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষদের সচেতন হওয়ার পরামর্শও দেন তারা।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, গত ২৪ ঘণ্টায় ৬০৬ জনের নমুনা পরীক্ষায় ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ। আজ মারা গেছেন দুইজন করোনা রোগী। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ১০৮ জন।

বিজ্ঞাপন

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, করোনার শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় আরও একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়লে রোগীদের সেখানে স্থানান্তর করা হবে। লকডাউন কার্যকরের সব উদ্যোগ নেওয়া হয়েছে। সংক্রমণ প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা আরোপ করা হবে বলে তিনি জানান।

সারাবাংলা/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন