বিজ্ঞাপন

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল ঘোষণা

June 23, 2021 | 4:18 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলের নতুন চমক ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফিল্ডিংয়ে নজড়কাড়া শামিম হোসেন পাটোয়ারি। ১৬ সদস্যের টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তরুণ।

বিজ্ঞাপন

এদিকে ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার। তবে টি টোয়েন্টি স্কোয়াডে তাকে রাখা হয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ, আল আমিন হোসেন ও মোহাম্মদ মিঠুন। টেস্ট দল থেকেও মিঠুনকে বাদ দেওয়া হয়েছে। আর ফিরেছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। টি-টোয়েন্টি দলে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লব।

বুধবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে টাইগার ক্রিকেট প্রশাসন।

১৭ সদস্যের টেস্ট দলে আছেন: মুমিনুল হক (অধি), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

ওয়ানডে স্কোয়াডের ১৭ সদস্যরা হলেন: তামিম ইকবাল (অধি), নাইম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মো: মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

১৬ সদস্যের টি টোয়েন্টি দলে যারা আছেন: মাহমুদউল্লাহ রিয়াদ (অধি), তামিম ইকবাল, নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৯ জুন দেশ ছাড়বে টিম বাংলাদেশ।

বিজ্ঞাপন

সিরিজের শুরুটা হবে টেস্ট দিয়ে যা মাঠে গড়াবে ৭-১১ জুলাই। এরপর তিন ম্যাচ সিরিজের ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬,১৮ ও ২০ জুলাই। আর টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

সিরিজের প্রতিটি ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন