বিজ্ঞাপন

অপরাধের তুলনায় শাস্তি বেশি হয়ে গেছে!

March 29, 2018 | 12:59 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বল টেম্পারিংয়ে সরাসরি জড়িত থাকা তরুণ ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাস নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটকে কলঙ্কিত করার এ ঘটনায় আলোচনায় ছিলেন দলটির কোচ ড্যারেন লেম্যান।

তিন ক্রিকেটারের অপরাধের তুলনায় শাস্তি বেশি হয়ে গেছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবন্তি স্পিনার শেন ওয়ার্ন। বোর্ডের চোখে নির্দোষ লেম্যানও মনে করেন, তিন ক্রিকেটারকে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া উচিত।

শেন ওয়ার্ন তার এক কলামে লিখেছেন, স্মিথদের অপরাধের তুলনায় শাস্তির মাত্রাটা বেশি হয়ে গেছে। তাদের ‘পূর্বপরিকল্পিত প্রতারণা’ আমাকে অবাক করেছে। আমি এটাতে বিরক্ত। ক্রিকেটে এমন ব্যাপার কোনোভাবেই মার্জনীয় নয়। তবে, আমার মনে হয় ওদের এক ম্যাচ নিষিদ্ধ কিংবা বড় অঙ্কের জরিমানার পাশাপাশি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারত এ অপরাধের সঠিক শাস্তি।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ‘বেশ কিছু দেশ আছে, যারা অস্ট্রেলিয়াকে পছন্দ করে না। তাদের অপছন্দ, ঘৃণা আর আবেগের বিস্ফোরণে শাস্তিটা বেশি হয়ে গেছে। তিন ক্রিকেটারও কিন্তু আবেগে ঝাঁপ দিয়ে অপরাধ করেছে। এটা অন্যদের সুযোগ করে দিয়েছে। ওদের সঙ্গে শাস্তির মাত্রাটা মানানসই নয়।’

এদিকে, তিন ক্রিকেটারের শাস্তির পর অনেকেই অপেক্ষা করছিলেন দলের কোচ লেম্যান কি বলেন-তার দিকে। একটা সময় তার পদত্যাগের গুঞ্জনও উঠেছিল। অস্ট্রেলিয়ার এই কোচ জানান, ‘স্মিথরা গুরুতর অপরাধ করেছে। ওদের কোচ হিসেবে আমি বলবো তারা খারাপ মানুষ নয়। এমন ঘটনার পর তারাও কষ্ট পাচ্ছে। তাদের এবং তাদের পরিবারের জন্যও খারাপ লাগছে।’

তিনি আরও যোগ করেন, ‘মানুষ ভুল করবেই। স্মিথরাও বড় ভুল করেছে। অতীতে আমিও ভুল করেছি। তাদের ভালো থাকাটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বোর্ডকে অনুরোধ করবো তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় কি না সেটা ভেবে দেখার।’

বিজ্ঞাপন

শাস্তির মেয়াদে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের ঘরোয়া কিংবা জাতীয় দলে খেলা হবে না। তবে, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগে খেলার অনুমতি ছিল। আইপিএল খেলে এবারই তারা বেশ কিছু অর্থ আয় করতে পারতো। স্মিথ-ওয়ার্নারকে আইপিএলের দুটি দলের অধিনায়কত্বও দেওয়া হয়েছিল। কিন্তু, সেই পথ আপাতত বন্ধ। আইপিএল নিজেদের কলঙ্কমুক্ত রাখতে স্মিথ-ওয়ার্নারকে খেলার অনুমতি দিচ্ছে না।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন