বিজ্ঞাপন

আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি: ওয়ার্নার

March 29, 2018 | 1:26 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই ন্যাক্কারজনক ঘটনায় ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বৃহস্পতিবার সকালে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন ওয়ার্নার।

পোস্টে ওয়ার্নার লিখেছেন, ‘সারা বিশ্বে এবং অস্ট্রেলিয়ায় থাকা আমার ভক্ত-সমর্থকদের জানাচ্ছি: সিডনি যাচ্ছি। এমন ভুল করেছি যেটাতে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। নিজের অপরাধ স্বীকার করছি এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কর্মকাণ্ড আমার অগনিত ভক্ত-সমর্থকদের আহত করেছে। সেই ছেলেবেলা থেকে যে খেলাটিকে এতোটা ভালোবেসেছি সেটাতে একটা দাগ লাগল। আমি অনুতপ্ত।’

তিনি আরও লেখেন, ‘আপাতত দীর্ঘ বিরতি নিবো। শুধুমাত্র আমার পরিবার, বন্ধু এবং আমার পরামর্শকদের সঙ্গে সময় কাটাবো। সামনেই আমার থেকে ভালো কিছু শুনতে পারবেন।’

বিজ্ঞাপন

শাস্তির মেয়াদে ওয়ার্নারের ঘরোয়া কিংবা জাতীয় দলে খেলা হবে না। তবে, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগে খেলার অনুমতি ছিল। আইপিএল খেলে এবারই বেশ কিছু অর্থ আয় করতে পারতেন তিনি। ওয়ার্নারকে আইপিএলের দল হায়দ্রাবাদের অধিনায়কত্বও দেওয়া হয়েছিল। কিন্তু, সেই পথ আপাতত বন্ধ। আইপিএল নিজেদের কলঙ্কমুক্ত রাখতে ওয়ার্নারকে খেলার অনুমতি দিচ্ছে না।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন