বিজ্ঞাপন

সাকিবদের অধিনায়ক কেন উইলিয়ামসন

March 29, 2018 | 2:24 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল বিকৃতির ন্যাক্কারজনক কাণ্ডে জড়িয়ে ইতোমধ্যেই এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে তাকে অধিনায়কের পদ থেকেও সরিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএলে খেলা হচ্ছে না তার। ওয়ার্নারকে ১২.৫ কোটি রূপিতে রিটেইন ক্রিকেটার হিসেবে রাখা হয়েছিল।

তার জায়গায় অধিনায়ক করা হলো নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। এক বিবৃতিতে হায়দ্রাবাদের প্রধান নির্বাহী কে শানমুগাম জানান, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০১৮ আইপিএলে হায়দ্রাবাদকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।’

অধিনায়কত্ব পেয়ে উইলিয়ামসন জানান, ‘এই আসরে হায়দ্রাবাদের নেতৃত্ব গ্রহণ করছি। দুর্দান্ত সব খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়া সত্যিই দারুণ কিছু। এই চ্যালেঞ্জকে সঙ্গী করে সামনের দিকে তাকিয়ে আছি।’

বিজ্ঞাপন

২০১৬ সালে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক ওয়ার্নার। এবার তিনি থাকছেন না। এই দলে এবার খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় ২ কোটি রূপিতে সাকিবকে নিয়েছে হায়দ্রাবাদ।

এদিকে, হায়দ্রাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্ণণ সংবাদমাধ্যমে জানান, ‘কেপটাউন টেস্টে যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গোটা বিষয়টি নিয়ে সানরাইজার্সও উদ্বিগ্ন। আমরা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পদক্ষেপের অপেক্ষায় ছিলাম। এরপর নিজেদের মধ্যে আলোচনা করে ওয়ার্নারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।’

হায়দ্রাবাদের অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। তবে, দলপতি হিসেবে ধাওয়ানের তেমনভাবে দায়িত্ব পালনের নজির না থাকায় উইলিয়ামসনকে এগিয়ে রাখা হচ্ছিল। এছাড়া, রিটেইন ক্রিকেটার ভুবনেশ্বর কুমার কিংবা ১১ কোটি রূপিতে হায়দ্রাবাদে আসা মনিষ পান্ডেকে নিয়েও আলোচনা হয়েছিল।

বিজ্ঞাপন

আলোচনায় ছিলেন সাকিবও। চার বিদেশি নামিয়ে যদি হায়দ্রাবাদ তাদের স্কোয়াড সাজায়, তবে সেখানে সাকিবকে নেওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। সেক্ষেত্রে অধিনায়ক হওয়ার অন্যতম দাবীদার ছিলেন অলরাউন্ডার সাকিব। কারণটাও যুতসই। সাকিবের ঝুলিতে আছে বিপিএলে দলকে শিরোপা জেতানোর অভিজ্ঞতা। বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কও তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিজ্ঞতার বিচারে উলিয়ামসনের চেয়ে সাকিব ঢের এগিয়ে। জাতীয় দলের জার্সিতে নিউজিল্যান্ডের উইলিয়ামসন ৫১ ম্যাচ খেললেও সব ধরনের ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন ১৩৬ ম্যাচ। আর সাকিব জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচ খেললেও টি-টোয়েন্টিতে খেলেছেন ২৫৪ ম্যাচ।

তবে, সাকিব বা অন্য কেউ হায়দ্রাবাদের নেতৃত্ব পাননি। নেতৃত্বভার দেওয়া হলো ৩ কোটি রূপিতে হায়দ্রাবাদে আসা উইলিয়ামসনকেই। এদিকে, ওয়ার্নারের বদলি হিসেবে হায়দ্রাবাদে যোগ দিতে পারেন শ্রীলঙ্কান তারকা ব্যাটসম্যান কুশল পেরেরা।

সানরাইজার্স হায়দ্রাবাদ: ভুবনেশ্বর কুমার (৮.৫ কোটি, রিটেইন), শিখর ধাওয়ান (৫.২ কোটি), সাকিব আল হাসান (২ কোটি), কেন উইলিয়ামসন (৩ কোটি), মনিষ পান্ডে (১১ কোটি), কার্লোস ব্রাথওয়েট (২ কোটি), ইউসুফ পাঠান (১.৯ কোটি), ঋদ্ধিমান সাহা (৫ কোটি), রশিদ খান (৯ কোটি), ঋকি ভুই (২০ লাখ), দীপক হুদা (৩.৬ কোটি), সিদ্ধার্ত কাউল (৩.৮ কোটি), সন্দীপ শর্মা (৩.৩ কোটি), খলিল আহমেদ (৩ কোটি), ক্রিস জর্ডান (১ কোটি), গোস্বামী (১ কোটি), মোহাম্মদ নবী (১ কোটি), বাসিল থাম্পি (৯৫ লাখ), বিল্লি স্টানলেক (৫০ লাখ), নটারাজন (৪০ লাখ), মেহেদি হাসান (২০ লাখ), শচীন বেবি (২০ লাখ), বিপুল শর্মা (২০ লাখ), তন্ময় আগারওয়াল (২০ লাখ)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন