বিজ্ঞাপন

নাটোরে গুদাম কর্মকর্তার ব্যক্তিগত জিম্মা থেকে সরকারি গম উদ্ধার

June 26, 2021 | 12:29 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নাটোর: জেলার লালপুর উপজেলার গোপালপুর খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) রফিকুল ইসলামের ব্যক্তিগত জিম্মা থেকে ২০০ বস্তা সরকারি গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। তার কোয়ার্টারের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণে এই গম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এসব গম গুদামে না রেখে নিজ জিম্মায় সংরক্ষণ করে বিক্রির অভিযোগ উঠেছে রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের পর শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আকতারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব গম উদ্ধার করা হয়।

গমগুলো উদ্ধারের পর গুদামে রাখা হয়েছে।

এদিকে, অভিযুক্ত রফিকুল ইসলাম জেলা খাদ্য কর্মকর্তার অনুমতি নিয়ে গুদামের বাইরে আলাদা ভবনে গম মজুদ করেছেন জানালেও তা অস্বীকার করেছেন জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্র লাল চাকমা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন