বিজ্ঞাপন

শাদ-এরিককে নিয়ে লাঙ্গল দিয়ে সারাদেশ চাষ করব: বিদিশা

June 26, 2021 | 8:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী বলেছেন, আমি কথা দিচ্ছি শাদ-এরিককে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ লাঙ্গল দিয়ে চাষ করব।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস এই স্মরণ সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘এই প্রেস ক্লাব থেকে আমি রাজপথে চলার ঘোষণা দিচ্ছি। আজ থেকে আমি রাজপথে চলব। আমার যাত্রা শুরু হলো প্রেসক্লাব দিয়ে। এজন্য আমি খুবই সম্মানিতবোধ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন আমার ফোনে হাজার হাজার কল আসে। একটা ফোনে এত কল রিসিভ করা সম্ভব না। এজন্য একটা টিম তৈরি করতে হয়েছে। এসব ফোন রিসিভ করার জন্য। আর এসব ফোনে যারা জাতীয় পার্টিকে ভালোবাসেন, যারা এরশাদ সাহেবকে ভালোবাসেন, শুধু তাদের হাহাকার। ফোন করেন জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী। তাদের একটাই কথা, ম্যাডাম আপনি কবে আসবেন? আপনি জাতীয় পার্টিতে আসেন, আমরা আপনার সঙ্গে আছি। আমরা এরশাদ সাহেবের সৈনিক। জাতীয় পার্টিকে বাঁচান আপনি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি আজ সবার সামনে বলতে চাই- এরশাদের জাতীয় পার্টি, কখনও কাদের জাতীয় পার্টি হবে না। এটা সম্ভব না। হুসেইন মুহাম্মদ এরশাদকে আমরা মরে যেতে দেবো না। উনাকে আমরা বাঁচিয়ে রাখব। উনি বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করতেন। উনি বঙ্গবন্ধুকে ফলো করতেন। উনি বঙ্গবন্ধুর অনেক অসমাপ্ত কাজ করতে চেয়েছিলেন। এগুলো আমি যখন সংসার করতাম তখন উনার মুখ থেকে শুনতাম। ওনি বঙ্গবন্ধুর ফলোয়ার ছিলেন। আমি কথা দিচ্ছি, এরশাদ সাহেবের অসমাপ্ত কাজগুলো করব। সারা বাংলাদেশে আমরা সবার সঙ্গে কথা বলেছি। ভার্চুয়ালি যোগাযোগ করেছি।’

বিদিশা বলেন, ‘আমার চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি কাজ করতে পারি একটি প্রতীক হিসেবে। আমরা মনে করি বেগম রওশন এরশাদকে অবমাননা করা হয়েছে। আমরা তার সম্মানটা ফিরিয়ে দিতে চাই। আমরা চাই যতদিন উনি বেঁচে আছেন, ততদিন যেন উনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবেই থাকেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে যেন উনার মৃত্যু হয়। আমরা সেটাই চাই। হুসেইন মুহম্মদ এরশাদ, রওশন এরশাদ- তাদের ত্যাগের কোনো শেষ নেই।’

তিনি বলেন, ‘আমি বিদিশা এরশাদ। এরিক এরশাদের মা, সাদ এরশাদের মা। আমি কথা দিচ্ছি, আমার দুই ছেলেকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ লাঙ্গল দিয়ে চাষ করব। এর মধ্যে কোনো বাধা আসলে মাথা পেতে নেব না। কোনো কিছুকেই আমি ভয় পাই না।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত সভায় শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কাজী মো. মাহবুবুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তৃতা করেন নাজিম উদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, সেকান্দর আলী মনি প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন