বিজ্ঞাপন

পদত্যাগের ঘোষণা দিলেন লেম্যান

March 29, 2018 | 6:38 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় পর অস্টেলিয়া ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। বৃহস্পতিবার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের পর দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন লেম্যান।

৪৮ বছর বয়সী অস্ট্রেলিয়া কোচ এর আগে বুধবার (২৮ মার্চ) বলেছিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া ভুল করলেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবার (২৯ মার্চ) স্মিথ ও ব্যানক্রটের আবেগপূর্ণ সংবাদ সম্মেলন দেখার পর লেম্যান তার এই সিদ্ধান্ত নেন।

অস্ট্রেলিয়া দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০১৯ সালের অ্যাশেজ সিরিজ পর্যন্ত। কিন্তু এরই মধ্যে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন লেম্যান। কারণ হিসেবে তিনি বলেন, ‘স্টিভ এবং ক্যামেরনকে এমন বেদনাকাতর অবস্থায় দেখার পর আমি এই সিদ্ধান্ত নিলাম, দলের এমন সংস্কৃতির জন্য আমিও দায়ী।’

বিজ্ঞাপন

দলের ভালোর জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অন্য সিদ্ধান্তও নিতে পারতো বলে মনে করছেন অজি কোচ, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া পুরো ঘটনা আবারো পর্যালোচনা করে খেলোয়াড়দেরকে মাঠে নামার অনুমতি দিতে পারতো, সমর্থকদের বিশ্বাস ফেরানোর জন্যও এই সুযোগটা খেলোয়াড় এবং অস্ট্রেলিয়া দলের জন্য ভালো হতো।’

দলের সঙ্গে শেষটা ভালো না হলেও, ভালো অভিজ্ঞতার কথা জানিয়েছেন লেম্যান, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সঙ্গে অনেক বড় অভিজ্ঞতা ছিল। আশা করি দলটি আবার নতুন করে তৈরি হবে। অস্ট্রেলিয়া সমর্থকদের কাছেও বিশ্বাস ফিরে পাবে।’

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন