বিজ্ঞাপন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ২ আগস্ট থেকে

June 30, 2021 | 6:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলাদেশ সফরে এসে এক সপ্তাহের মধ্যেই ৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২ আগস্ট থেকে শুরু হওয়া এই সিরিজ শেষ হবে ৮ আগস্ট। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

এদিকে অজিদের বিপক্ষে এই সিরিজ সামনে রেখে সম্ভাব্য সকল পদক্ষেপই নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সফরকারীরা যেভাবে চাইছে ঠিক সেভাবেই সিরিজের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার চেষ্টা করছে আয়োজক টাইগার ক্রিকেট প্রশাসন। এবং ইতোমধ্যে এর ৯০-৯৫ ভাগ কাজ সম্পন্নও হয়েছে। করোনা পরিস্থিতি এর চেয়ে বেগতিক না হলে সিরিজটি যথা সময়েই মাঠে গড়াবে বলে মনে করছে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগ।

বুধবার (৩০ জুন) সাংবাদিকদের একথা জানান বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের সূচি, আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে ৫টা টি-টোয়েন্টি খেলব। একই ভেন্যু, সেটা মিরপুরে। আমরা কাজ করছি। এখন পর্যন্ত সব কিছু নিশ্চিত আছে। ওরা যাই চাচ্ছে আমরা তা করার চেষ্টা করছি। প্রায় সব কাজই শেষ। ৯০-৯৫% কাজ হয়ে গেছে। আমরা ধরে নিতে পারি যদি ভবিষ্যতে কোনো খারাপ কিছু না হয় তাহলে আমরা ধরে নিতে পারি ওরা আসবে। ওরা যেই সব সুযোগ সুবিধা চাইছে সেগুলো আমরা সম্পূর্ণ করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন