বিজ্ঞাপন

 হজযাত্রা শুরু ‘১৪ জুলাই’

March 29, 2018 | 7:08 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : এ বছরের হজ ফ্লাইট ‘শুরু হচ্ছে’ আগামী ১৪ জুলাই। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল হজ ফ্লাইট শুরুর দিনক্ষণ বিষয়ে সাংবাদিকদের জানান।

তবে ১ এপ্রিল বিমান মন্ত্রণালয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে পরবর্তী বৈঠকে বিষয়টি আরও নিশ্চিত করা হবে বলে মন্ত্রী জানান।

বৃহস্পতিবারের বৈঠক বিষয়ে বিমানমন্ত্রী বলেন, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। তারা অনেক প্রস্তাব দিয়েছে। বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স, হাব ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আগামী ১ এপ্রিল আমরা বৈঠক করব।’

বিজ্ঞাপন

তিনি বলেন,  ‘এখন পর্যন্ত আমরা নিশ্চিত আগামী ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। তারপরও পরবর্তী বৈঠকে বিষয়টি আরও নিশ্চিত হবে।’

বৈঠকে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন বলেন, ‘আমাদের সবদিক দিয়ে খুব সর্তক থাকতে হবে। হজ ফ্লাইটে কোনো ধরনের বিপর্যয় যাতে না ঘটে এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ করা হবে।’

তিনি বলেন, ‘মধ্যসত্ত্বভোগীদের বিষয়ে খুবই সর্তক থাকতে হবে। আর যেসব এজেন্সি গতবার অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে বৈঠকে হজের নির্ধারিত বিশেষ ফ্লাইটের ভাড়া (ডেডিকেটেড ফ্লাইট) ও নিয়মিত ফ্লাইটের (শিডিউল ফ্লাইট) ভাড়া একই হওয়ায় প্রশ্ন তুলেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব এম শাহাদাত হোসেইন তসলিম।

ডেডিকেটেড ফ্লাইট ও শিডিউল ফ্লাইটের ভাড়া বিষয়ে প্রশ্ন করা হলে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন বলেন, ‘এই ভাড়া নির্ধারণ করা হয়েছে চুক্তি অনুযায়ী। সৌদির সঙ্গে জি-টু-জি চুক্তি হয়েছে। সে অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়েছে। আর বিষয়টি মন্ত্রিপরিষদে অনুমোদিত বিষয়।’

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, ধর্ম সচিব আনিছুর রহমান, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও অন্যান্য স্টেকহোল্ডারের প্রতিনিধিরা।

সারাবাংলা/এইচএ/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন