বিজ্ঞাপন

ভ্যাট নিবন্ধন নিলো টেক জায়ান্ট মাইক্রোসফট

July 1, 2021 | 9:32 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ফেসবুক, গুগল, অ্যামাজন, নেটফ্লিক্সের পর এবার ভ্যাট নিবন্ধন নিলো টেক জায়ান্ট মাইক্রোসফট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে মাইক্রোসফট। সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নেওয়া এই টেক জায়ান্টের বাংলাদেশি ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস। প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন নম্বর : ০০৩৯৮৯৮৫৮-০২০৮। আর ঠিকানা ব্যবহার করা হয়েচে সিঙ্গাপুরে মাইক্রোসফটের ঠিকানা: ১৮২, সিসিল স্ট্রিট, ১৩-০১ ফ্রেজার্স টাওয়ার।

প্রমিলা সরকার আরও জানান, মাইক্রোসফটের স্থানীয় ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটসের বাংলাদেশ অফিসের ঠিকানা ৬/এ/১ সেগুনবাগিচা। এজেন্টের বিন নম্বর : ০০০১৬৮২৪৮-০২০৮।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন ভ্যাট নিবন্ধন নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আরএর আগে ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন দিতে গত ২৫ মে বিআইএন নেয় গুগল। এরপর একে একে ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন ও নেটফ্লিক্স।

সারাবাংলা/এসজে/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন