বিজ্ঞাপন

মানবপাচার মামলায় অমি কারাগারে

July 3, 2021 | 8:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মানবপাচার আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রথমে নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়েছিলেন অমি।

বিজ্ঞাপন

শনিবার (৩ জুলাই) মানবপাচার মামলায় দু’দিনের রিমান্ড শেষে অমিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঈনুল ইসলামের আদালত এই আদেশ দেন।

গত ৩০ জুন এ মামলায় তার দু’দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ১৪ জুন দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, জনপ্রিয় নায়িকা পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় ওই বাসায় অভিযানকালে বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ জুন বেলা ১২টার দিকে সাভার থানায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সারাবাংলা/এআই/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন