বিজ্ঞাপন

পাকিস্তান যাচ্ছেন না গেইল-হোল্ডাররা

March 30, 2018 | 12:49 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজ শুরুর ৭২ ঘন্টা আগে জ্যাসন মোহাম্মদকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বড় তারকাদের বাদ দিয়েই অনেকটা দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে উন্ডিজরা। এ সফরে যাচ্ছেন না গেইল-হোল্ডাররা।

বিশ্বকাপ বাছাইপর্বে খেলা দলটির মাত্র চারজন খেলোয়াড় থাকছেন পাকিস্তান সফরে। ১৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ অ্যান্দ্রে ম্যাককার্থি ও ওডিয়ান স্মিথ। উইন্ডিজদের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন এবং স্যামুয়েল বদ্রি। সফরে যাচ্ছেন না শাই হোপ, কার্লোস ব্রেথওয়েইট ও অ্যাশলে নার্স।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১ এপ্রিল শুরু হয়ে ৩ এপ্রিলই শেষ হয়ে যাবে। সিরিজের সবকটি ম্যাচ হবে করাচিতে। আগামী ১, ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন মোহাম্মদ (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে ম্যাককার্থি, কিমো পল, ভেরাসামি পারমল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস, ওডিয়ান স্মিথ, চাঁদউইক ওয়ালটন এবং কেসরিক উইলিয়ামস।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন