বিজ্ঞাপন

৪০০ ম্যাচের সামনে বেনজেমা

March 30, 2018 | 3:38 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে সূচনা হয়েছিল ২০০৯ সালে। সান্তিয়াগো বার্নাব্যুতে পার করেছেন ৯ বছর, আর এরই মধ্যে মাদ্রিদের হয়ে খেলছেন ৩৯৯ ম্যাচ। তাই নতুন মাইলফলকের অপেক্ষায় আছেন ফ্রান্স ফরোয়ার্ড করিম বেনজেমা। শনিবার লা লিগায় লাস পালামাসের বিপক্ষে ম্যাচে মাদ্রিদের হয়ে ৪০০তম ম্যাচের মাইলফলকের অপেক্ষায় আছেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে এ পর্যন্ত ৩৯৯ ম্যাচে ১৮৮ গোল করেছেন বেনজেমা। মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে আছেন ৭ নম্বরে। সর্বোচ্চ গোলদাতার তালিকার এক নম্বরে আছেন পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪২৯ ম্যাচ খেলে ৪৪৩ গোল নিয়ে সবার ওপরে আছেন সিআর সেভেন।

তালিকার দুইয়ে আছেন সাবেক স্প্যানিশ কিংবদন্তি রাউল গঞ্জালেস (৩২৩)। সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি ফরোয়ার্ড ডি স্টেফানো (৩০৮) আছেন তিনে। তালিকার চার নম্বরে স্প্যানিশ কিংবদন্তি স্ট্রাইকার কার্লোস সান্তিলানা (২৯০), পাঁচে আছেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস (২৪২)। তালিকার ছয় নম্বরে থাকা মেক্সিকোর সাবেক ফুটবল তারকা হুগো সানচেজের (২০৮) পরেই আছেন বেনজেমা।

বিজ্ঞাপন

রিয়ালের হয়ে ক্যারিয়ারে ১৫টি শিরোপা জিতেছেন বেনজেমা। ২টি লা লিগা, ২টি কোপা দেল রে, ২টি সুপার কোপা, ৩টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ এবং তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতেছেন বেনজেমা।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন