বিজ্ঞাপন

বৃহস্পতিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন, টিকিট অনলাইনে

July 12, 2021 | 7:57 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঈদু আজহাকে সামনে রেখে বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল অবস্থায় থাকবে বলে জানা গেছে। আর সেজন্য ওইদিন থেকে অর্ধেক আসন খালি রেখে সারাদেশে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার( ১২ জুলাই) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেনের টিকিট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকেট বিক্রি হবে না।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই কঠোর বিধিনিষেধ জারি করার পর থেকে সারাদেশে সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন