বিজ্ঞাপন

ঈদের পর ফের মাঠে নামবে সেনাবাহিনী

July 13, 2021 | 4:33 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আট দিনের শিথিলতা শেষে ঈদের পর ফের কঠোর বিধিনিষেধ আরোপ হচ্ছে দেশে। আর দুই সপ্তাহের সেই বিধিনিষেধ বাস্তবায়নে তখনও সেনাবাহিনী মোতায়েন থাকবে। সঙ্গে থাকবে বিজিবিও।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

উপসচিব মো. রেজাউল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবে।

বিধিনিষেধ বাস্তবায়নে আরও বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার নিয়োগ ও টহলের স্থান, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে স্থানীয় বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ অধিদফতর এ বিষয়ে নির্দেশনা দেবে।

বিজ্ঞাপন

এক্ষেত্রে জনপ্রশসন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ নিশ্চিত করবে। আর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।

করোনাভাইরাসের সংক্রমন রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে ২৩ জুলাই সকাল ৬ টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমন রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান। যা শেষ হচ্ছে ১৪ জুলাই মধ্যরাতে। এই সময়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন