বিজ্ঞাপন

প্রেসিডেন্টের সঙ্গে বিরোধ: প্রধানমন্ত্রীর পদত্যাগ

July 16, 2021 | 2:32 pm

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে নির্বাচিত হওয়ার আট মাসের মাথায় প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধ দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী সাদ আল হারিরি পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

এ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন তিনি।

এর আগে, ২০১৯ সালে লেবাননজুড়ে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান সাদ হারিরি। কিন্তু, ২০২০ সালের অক্টোবরে ফ্রান্স, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের কূঠনৈতিক চাপ উপেক্ষা করে তিনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

তারও আগে, ২০১১ সালের জানুয়ারিতে সাদ হারিরি যুক্তরাষ্ট্র সফরে থাকা অবস্থায় হিজবুল্লাহ ও ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের (এফপিএম) প্রতিনিধিত্বকারী মন্ত্রীরা পদত্যাগ করে তৎকালীন হারিরি সরকারকে অচল করে দিয়েছিলেন। পরে, নাজিব মিকাতির নেতৃত্বে লেবাননে নতুন একটি সরকার গঠন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, পদত্যাগের সিদ্ধান্ত জানানোর আগে সাদ আল হারিরি বাবদা প্যালেসে প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, মন্ত্রিসভা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কোনো সুযোগ না থাকায় পদত্যাগে বাধ্য হচ্ছেন। সৃষ্টিকর্তার কাছে সকলের মঙ্গল কামনা করেন তিনি।

অন্যদিকে, ক্ষমতায় থাকার সবশেষ চেষ্টা হিসেবে বুধবার (১৪ জুলাই) হারিরি ২৪ সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা প্রস্তাব করেন। যেখানে প্রেসিডেন্ট আউনের অধীনে পররাষ্ট্র-প্রতিরক্ষাসহ আটজন মন্ত্রী রাখা হয়। কিন্তু, বণ্টন নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বিরোধ তৈরি হয়। যার ফলাফল হিসেবে, তাকে পদত্যাগ করতে হলো।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ৫০ লাখ মানুষের দেশ লেবাননে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। কয়েক দশক ধরেই দেশটিতে রাজনৈতিক চরম অস্থিরতা বিরাজ করছে।

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন