বিজ্ঞাপন

সচেতনতায় অগ্নিকাণ্ডের ঘটনা কমেছে

March 31, 2018 | 3:22 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: জনসচেতনতা বৃদ্ধি পাওয়ায় ক্রমান্নয়ে অগ্নিকাণ্ডের ঘটনা কমে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খান।

শনিবার (৩১মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেনে তিনি এ তথ্য জানান।

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ সংগঠন ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসবি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আলী আহমেদ খান জানান, বিগত বছরগুলোতে অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও জনসচেতনতায় দিন দিন তা কমে আসছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফায়ার সার্ভিসের পরিসংখ্যান থেকে বলা হয় গত ৬ বছরে সারা দেশে ৮৮ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ হাজার মানুষ।

তবে সচেতনতা ও অগ্নিকাণ্ডের কারণগুলো চিহ্নিত করে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং প্রশিক্ষণসহ নির্বাপনের সরঞ্জাম রাখলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব।

বিজ্ঞাপন

অগ্নিনির্বাপন বিষয়ে সচেতনতা বাড়াতে আগামী ৫ থেকে ৭ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর আয়োজন করছে সংগঠনটি। এবারের এক্সপোতে ৬০টি স্টল থাকছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মোতাহার হোসেন খান, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, এক্সপোর কনভেনার ইঞ্জিনিয়ার মনজুর আলম।

সারাবাংলা/এজেডকে/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন