বিজ্ঞাপন

সেরে উঠতে ৪-৬ সপ্তাহ সময় লাগবে তামিমের

March 31, 2018 | 4:41 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

মিরপুরে গতকাল শেখ জামাল-গাজী গ্রুপের প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে এসেছিলেন মাঠে। তখনই তামিম ইকবাল বলেছিলেন, ধীরে ধীরে সেরে উঠছেন চোট থেকে। আজ মিরপুরে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, পুরোপুরি সেরে উঠতে তামিমের চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।

নিদাহাস ট্রফির ফাইনালের আগেই চোট পেয়েছিলেন বাঁ হাঁটুতে। সেটা নিয়েই পরে খেলেছেন। কিন্তু পিএসএলের এলিমিনিটরে পেশোয়াল জালমির হয়ে খেলতে গিয়ে ব্যথা পেয়ে আবার ফিরে এসেছিল। পরে ফাইনালে আর খেলেননি। ডা. দেবাশীষ আজ নিশ্চিত করলেন, তামিমের চোট গুরুতর কিছু নয়।

‘ছোট ছোট কয়েকটা আঘাত আছে। কোনটাই তেমন বড় আঘাত নয় যে এই মুহুর্তে আমাদের বড় সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আঘাতের মাত্রাটা কম সেহেতু আমাদের সিদ্ধান্ত হচ্ছে কনজারভেটিভ ওয়েতে আগানো। আমরা যদি এরকম ৪-৬ সপ্তাহ করতে পারি ও ব্যথামুক্ত হয়ে যাবে।’

বিজ্ঞাপন

‘সমস্যা হয়েছে আঘাত পাওয়ার পরে বিশ্রাম পায় নি। ওকে খেলতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। পরিচর্যাটা সেভাবে হয়নি। তখন যদি আমরা ওকে বিশ্রাম দিতে পারতাম আরও আগে সুস্থ হতে পারতো। সেটা সম্ভব ছিল না। ওর ফিজিওর সঙ্গে যোগাযোগ করেছি, তিনি বলেছেন কি করবো খেলাতে হবে। ব্যথার ওষুধ দিলে খেলতে পারবে না। সব মিলিয়ে খেলেছে কিন্তু সেই পরিচর্যাটা হয়নি, ফলে আস্তে আস্তে ব্যথাটা বেড়েছে।’

একটা স্বস্তি অবশ্য পাচ্ছেন তামিম, আপাতত জাতীয় দলের বেশ কিছুদিন খেলা নেই। জুনের প্রথমে আফগানিস্তানের সঙ্গে সিরিজ থাকতে পারে। প্রিমিয়ার লিগে খেলছেন না, সেটা জানা হয়েছিল আগেই। ডা. দেবাশীষও জাতীয় দলের ওপেনারকে নিয়ে ধীরে চলো নীতিতে এগুতে চান।

‘প্রথমে হচ্ছে ওকে বিশ্রাম দিয়ে দেব। যেন ক্ষতটার পরিচর্যা হয়। বডি যেন নিজেকে হিল করে। আমাদের কাজ হচ্ছে বডিকে হেল্প করা। আমরা কোন ইনটারভেনশনে যাচ্ছি না। কোন ইনজেকশন কোন ওষুধ দিচ্ছি না। শুধু প্রাকৃতিকভাবে বডি হিল করবে। আমরা ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপি দেব। এ ধরনের ব্যথা ভালো হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/ এএম/ এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন