বিজ্ঞাপন

রিয়ালে যতক্ষন সম্ভব থাকতে চাই: জিদান

March 31, 2018 | 5:26 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

গত মৌসুমটা দুর্দান্ত ভাবে শেষ করলেও এবারের মৌসুমটা বাজেভাবে শুরু হয় রিয়াল মাদ্রিদের। এই মুহূর্তে লা লিগায় তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা থেকে অনেকটাই দূরে জিনেদিন জিদানের দল। বাতাসে গুঞ্জন, পরের মৌসুমে রিয়াল কর্তৃপক্ষ ছেঁটে ফেলতে পারে ফরাসি কিংবদন্তিকে। তবে, জিদান জানিয়েছেন, রিয়াল মাদ্রিদেই থাকতে চান তিনি।

থাকতে চাইলেও জিদান এটাও স্বীকার করে নিচ্ছেন যে, তার ভবিষ্যৎ নির্ভর করছে এই মৌসুমের ফলাফলের উপর।

স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে জিদানের রিয়াল। শনিবার রাতে লাস পালমাসের মাঠে লিগের ম্যাচ রয়েছে জিদান শিষ্যদের। হারলে লিগের শিরোপা থেকে ছিটকে যাবে রোনালদো-বেল-বেনজেমাদের দলটি। মর্যাদার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সেরাটা ধরে রাখলেও লা লিগা টেবিলে শীর্ষে উঠতে না পারায় কোচ জিদানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

বিজ্ঞাপন

তবে, রিয়ালে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে জিদান জানান, ‘হ্যাঁ, আমি রিয়ালের কোচ হিসেবে থেকে যেতে চাই। কিন্তু এখানে ফলাফলই শেষ কথা। কখনও তার কোনো পরিবর্তন হয়নি, কখন হবেও না। এটাই এই ক্লাবের চাহিদা এবং আমি সেটাকে মেনেই নিচ্ছি। আপনিও জানেন ফুটবলটা কেমন। আমি মাদ্রিদে যতক্ষন সম্ভব থাকতে চাই। আগেও আমি বহুবার এ কথা বলেছি।’

২০০১ সালে রিয়ালে ফুটবলার হিসেব যোগ দেন জিদান। স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি জানান, ‘আমি এখানে ১৮ বছর ধরে আছি। আমি জানি রিয়াল মাদ্রিদ কিভাবে কাজ করে। আমি আমার কাজটা ভালোবাসি। যদি কেউ আমাকে প্রশ্ন করেন এই দায়িত্ব কি চালিয়ে যেতে চাও, আমার উত্তর হবে, হ্যাঁ। এই ক্লাবে কোচের ভূমিকা পালন করতে গিয়ে আমি কখনই ক্লান্ত হই না। আমি পছন্দ মতো কাজ করতে চাই এবং সত্যিই আমি এখানে দায়িত্ব চালিয়ে যেতে চাই।’

রিয়ালে দুই মৌসুম ধরে কোচের দায়িত্ব পালন করছেন জিদান। দু’বারই তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। একবার জিতেছেন লা লিগা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন