বিজ্ঞাপন

হতাশা নয়, মাথা উপরে রাখো: মেসি

March 31, 2018 | 5:28 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া ইতালির বিপক্ষে জিতলেও স্পেনের বিপক্ষে বিশ্বকাপ প্রীতি ম্যাচে হাফ ডজন গোল হজম করেছিল গতবারের রানার্সআপরা। দর্শক হয়ে দুটি ম্যাচই দেখেছেন মেসি। স্প্যানিশদের বিপক্ষে উড়ে যাওয়ার পর সতীর্থদের অনুপ্রেরণা দিতে ড্রেসিং রুমেও গিয়েছিলেন মেসি।

হ্যামস্ট্রিয়ের চোটের কারণে ঐ দুটি ম্যাচে খেলতে পারেননি মেসি। আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম লা নাসিওন এক রিপোর্টে জানিয়েছে, ম্যাচ শেষে মেসি চলে যান দলের লকার রুমে। বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়া সতীর্থদের উদ্দেশে অনুপ্রেরণা দেন তিনি।

স্পেনের বিপক্ষে গ্যালারিতে বসে ম্যাচ দেখেছেন মেসি। তবে, একের পর এক গোল হজমের দৃশ্য হয়তো সইতে পারছিলেন না। ম্যাচটির ৭৭তম মিনিটে মেসিকে গ্যালারি ছেড়ে চলে যেতে দেখা যায়। ম্যাচ শেষে ড্রেসিং রুমে সবাইকে মাথা উঁচু করার আহ্বান জানিয়ে মেসি বলেন, ‘আমরা অবশ্যই সবাই মিলে এই বাজে পরিস্থিতি কাটিয়ে উঠব। হতাশ হওয়া যাবে না। তোমাদের মাথা উপরে রাখো।’

বিজ্ঞাপন

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর কথাটা সতীর্থরা ভালোভাবেই নিয়েছিল বলে জানায় পত্রিকাটি। দলের কোচ জর্জ সাম্পাওলি মেসির এই কাণ্ডে বেশ খুশিই হয়েছেন। ম্যাচ শেষে দলের প্রতি মেসির দায়বদ্ধতার উচ্ছ্বসিত প্রশংসা করে সাম্পাওলি জানান, ‘দলের নিয়মিত অধিনায়ক ম্যাচটিতে সতীর্থদের অনুপ্রাণিত করেছে। মেসি তার সতীর্থদের সঙ্গে ম্যাচের বিরতির সময়েও কথা বলেছে, ম্যাচের শেষেও তাদের অনুপ্রেরণা দিয়েছে।’

মেসির পায়ের জাদুতেই আর্জেন্টিনা গত তিনটি মেগা টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে তুলেছিলেন দলকে। শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। পরের দুই বছর দুইবার কোপা আমেরিকার ফাইনালে দলকে তুলেছিলেন বার্সেলোনার সুপারস্টার মেসি। তবে, দুবারই হারে চিলির বিপক্ষে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন