বিজ্ঞাপন

আইপিএল খেলতে উড়াল দিলেন মোস্তাফিজ

March 31, 2018 | 7:29 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জমজমাট ঘরোয়া ক্রিকেটের আসর আইপিএলে অংশ নিতে ভারতে উড়ে গেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন কাটার মাস্টার।

মুম্বাই ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৭ এপ্রিল পর্দা উঠেবে ১১তম আইপিএল আসরের।

শনিবার (৩১ মার্চ) নিজের ফেসবুক পেজে মোস্তাফিজ লিখেছেন, ‘Off to India as it’s IPL time. Can’t wait anymore to join with Mumbai Indians squad. #IPL2018’

বিজ্ঞাপন

একটি সূত্র থেকে জানা যায়, শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে তিনি জেট এয়ারে মু্ম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন মোস্তাফিজ।

২০১৬ সালে প্রথমবার আইপিএলের আসরে অংশ নিয়েছিলেন মোস্তাফিজ। সেবার খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। প্রথমবার অংশ নিয়েই দলকে শিরোপা জিতিয়েছিলেন, পেয়েছিলেন আইপিএলের সে আসরের তরুণ উদীয়মান তারকার খেতাব। পরেরবারও তিনি হায়দ্রাবাদের ক্যাম্পে ছিলেন।

আগের দুই আসর হায়দ্রাবাদের হয়ে খেললেও এবার তাকে দলে রাখা হয়নি। সুযোগটা এবার লুফে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। গত জানুয়ারির নিলামে মোস্তাফিজকে দলে টানতে মুম্বাইয়ের খরচ হবে ২ কোটি ২০ লাখ ভারতীয় রূপি।

বিজ্ঞাপন

মুম্বাই ইন্ডিয়ান্সে এবারও অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। রিটেইন ক্রিকেটার হিসেবে তিনি পাচ্ছেন ১৫ কোটি রূপি। এছাড়া, দলটি রিটেইন হিসেবে ১১ কোটি রূপিতে রেখেছে হার্দিক পান্ডিয়া এবং ৭ কোটিতে রেখেছে জাসপ্রীত বুমরাহকে।

তাদের ছাড়াও মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন কিয়েরন পোলার্ড, সূর্য্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান, প্যাট কামিন্স, এভিন লুইস, বেন কাটিং, জেপি ডুমিনি, আকিলা ধনাঞ্জয়া, আদিত্য তারেদের মতো তারকাদের।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন