বিজ্ঞাপন

উত্তাল সাগর, পতেঙ্গায় ডুবল অয়েল ট্যাংকার

July 27, 2021 | 5:31 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে একটি অয়েল ট্যাংকার ডুবে গেছে। ইঞ্জিন বিকল হওয়ার পর উত্তাল সাগরে প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে জাহাজটি ডুবে গেছে বলে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে পতেঙ্গা লাইটহাউজ থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে এমটি সুফলা নামে বাংকার বার্জটি (ছোট অয়েল ট্যাংকার) ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানিয়েছেন, সুফলা অয়েল সাপ্লাইয়ার কোম্পানির বাংকার বার্জটি কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে লাইটারেজ জাহাজে জ্বালানি তেল সরবরাহ করে। মঙ্গলবার দুপুরে পতেঙ্গায় ১৮ নম্বর ঘাটে ২২০০ লিটার তেল নিয়ে গিয়েছিল বার্জটি। লাইটারেজ জাহাজে তেল সরবরাহ করে ফেরার পথে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। জোয়ারের কারণে সেটি ভেসে পতেঙ্গা জেলেপাড়া এলাকায় গিয়ে পৌঁছে।

খবর পেয়ে একই কোম্পানির এমটি মদিনা নামে আরেকটি অয়েল ট্যাংকার সেখানে গিয়ে বার্জে থাকা চার জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। অয়েল ট্যাংকারটি পরে এমটি সুফলাকে নিয়ে রওনা দেয়। ফেরার পথে দুইটি ট্যাংকারই ফের প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে। এতে এমটি সুফলার তলা ফেটে যায় এবং সেটি ডুবে যায়। সুফলা অয়েল সাপ্লাইয়ার কোম্পানির উদ্ধারকারী জাহাজ দিয়ে বার্জটি উদ্ধারের চেষ্টা চলছে বলে বন্দর সচিব জানিয়েছেন।

বিজ্ঞাপন

জাহাজটি ডুবে যাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর ও এর সংলগ্ন এলাকায় জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি। বন্দর চ্যানেল নিরাপদ আছে বলে সচিব ওমর ফারুক জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন