বিজ্ঞাপন

এনআইডি না থাকলেও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা গ্রহণে চিঠি

July 30, 2021 | 8:47 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: যাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র)  কিংবা জন্মনিবন্ধন সনদপত্র নেই তাদের বিশেষ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণে তিন সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র, সচিব স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গত ২৭ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্যবহারপূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভ্যাকসিন দেওয়া হবে। ১৮ বছরের বেশি বয়স কিন্তু এনআইডি কার্ড নেই এই ধরনের জনগোষ্ঠীকে বিশেষ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসাধারণকে ভ্যাকসিনদান কেন্দ্রে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।

এ সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, সকল বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সকল জেলা প্রশাসক ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেছিলেন, এবার ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে ভ্যাকসিন কেন্দ্র স্থাপন করছি। সেখান থেকে ইউনিয়নের সব লোকজন, যারা ভ্যাকসিন নিতে চায় বা প্রয়োজন, তারা ওখানে এসে ভ্যাকসিন নিতে পারবে। এই সুবিধা আমরা করে দিচ্ছি। তাদের যে আইডি কার্ড, তা নিয়ে এলে ভ্যাকসিন গ্রহণ করতে পারবে।

সারাবাংলা/জেআর/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন