বিজ্ঞাপন

৭ দিনে ১ কোটি ভ্যাকসিন প্রয়োগের টার্গেট: স্বাস্থ্যমন্ত্রী

August 3, 2021 | 4:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ কমাতে আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন দেওয়া শুরু করবে সরকার। সাত দিনব্যাপী এ কার্যক্রমে এক কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১৪ হাজার কেন্দ্রের মাধ্যমে এই ভ্যাকসিন দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা করা। ৭ আগস্ট থেকে সাত দিনের জন্য দেশের প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে ভ্যাকসিন দেব। এই সাত দিনে আমরা প্রায় এক কোটি ভ্যাকসিন দেব। এই কার্যক্রমে আমাদের সহযোগিতা লাগবে। সেজন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীদের সম্পৃক্ত করতে হবে। সে সহযোগিতা আমরা বৈঠকের মাধ্যমে চেয়েছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা পঞ্চাশোর্ধদের অগ্রাধিকার দেব। কারণ তাদের মৃত্যু ৮০ থেকে ৯০ শতাংশ। গ্রামের বয়স্করা বেশি মৃত্যুবরণ করছেন। সেজন্য ভ্যাকসিন গ্রামে নিয়ে যাচ্ছি। সেখানে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের ভ্যাকসিন দেব। আমাদের হাতে সোয়া কোটি ভ্যাকসিন আছে। এ মাসে আরও এক কোটি ভ্যাকসিন হাতে এসে পৌঁছাবে। ফলে ভ্যাকসিন কর্মসূচি চলবে।’

বিজ্ঞাপন

দেশে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ অনেক দূর এগিয়ে গেছে। আমরা ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের অনাপত্তি পেয়ে গেছি। ভ্যাকসিনের পাশাপাশি মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ। এটি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই। সেজন্য পুলিশকেও ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা মাস্কক পরবে না পুলিশ যাতে তাদের জরিমানা করতে পারে। এ বিষয়ে অধ্যাদেশ লাগবে।’

জাহিদ মালেক বলেন, ‘হাসপাতালের ৯০ শতাংশ আসন এখন পূর্ণ। আর আইসিইউ ৯৫ শতাংশ। আমরা এই চিন্তা করে একটা ফিল্ড হাসপাতাল তৈরি করছি। সেই কাজ চলমান। সেখানে ছয়শ’র মতো সিট পাব। পর্যায়ক্রমে সেটা এক হাজার বেডে নিয়ে যাওয়া যাবে। যারা অল্প আক্রান্ত তাদের জন্য আলাদা হোটেল ভাড়ার চিন্তা করছি। সেখানে ডাক্তার-নার্সসহ অক্সিজেন ব্যবস্থা থাকবে। কারণ হাসপাতাল করার জায়গা নেই। হাসপাতাল খালিও নেই। এখন হোটেল খুঁজছি। যেখানে মৃদু আক্রান্তদের জন্য ব্যবস্থা করতে পারি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন