বিজ্ঞাপন

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

April 1, 2018 | 3:48 pm

।। স্টাফ করেসপনডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছেন ‘সামাজিক সচেতন মহল’ নামের একটি সংগঠন। এসিড সন্ত্রাসের মতো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলে ধর্ষণের ঘটনা কমে আসবে বলে দাবি করেছেন তারা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সমন্বয়ক মাসুম ভূঁইয়া বলেন, সরকার যদি ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করে, তাহলে ধর্ষণ কমে যাবে। এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পর এসিড সন্ত্রাস কমে গেছে। ঠিক একইভাবে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করে এই আইন বাস্তবায়ন করা গেলে ধর্ষণের মাত্রাও কমে যাবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের জন্য নারীর ব্যক্তিগত স্বাধীনতার উপরে দোষ চাপানো হয়। প্রতিদিন ঘর থেকে বের হয়ে ফেরার আগ পর্যন্ত একজন নারী জানেননা যে তার ভাগ্যে কি আছে। নারীদের সব সময় শঙ্কিত থাকতে হয়। ধর্ষণের জন্য নারীর পোশাক কোনোভাবেই দায়ী নয়, যে ব্যক্তি ধর্ষণ করছেন সে দায়ী। প্রত্যক্ষ-পরোক্ষ কোনোভাবেই ধর্ষণের শিকার নারীর উপর ধর্ষণের দায় চাপানো যাবে না।

সারাবাংলা/এমআইএস

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন