বিজ্ঞাপন

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৯

August 11, 2021 | 11:50 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। একই সময়ে করোনারোগী শনাক্ত হয়েছেন ৩৮৯ জন।

বিজ্ঞাপন

বুধবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে বরিশাল জেলায় একজন, পটুয়াখালী জেলায় একজন ও ভোলা জেলায় ৪ জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৯ জনে।

বিজ্ঞাপন

বিভাগে মোট আক্রান্ত ৩৯ হাজার ৭৪২ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় মোট ৮৭৮ জন সুস্থ হয়েছে। যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৪৩৪ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৫২ জন নিয়ে মোট ১৬ হাজার ৩২৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৪ জন নিয়ে নিয়ে ৫ হাজার ৪৩৫ জন, ভোলা জেলায় নতুন ১৩৩ জন নিয়ে মোট ৫ হাজার ৩০৯ জন, পিরোজপুর জেলায় নতুন ২০ জন নিয়ে মোট ৪ হাজার ৮৯৪ জন, বরগুনা জেলায় নতুন ১৬ জন নিয়ে মোট ৩ হাজার ৪১৬ জন ও ঝালকাঠি জেলায় নতুন ২৪ জন নিয়ে মোট ৪ হাজার ৩৬৫ জন রয়েছেন।

শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১২ জন ও করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১০ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৪ জন করোনা ওয়ার্ডে এবং ১৪৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন