বিজ্ঞাপন

প্রশ্নফাঁস রোধে যা যা সম্ভব সবই করা হয়েছে : শিক্ষামন্ত্রী

April 2, 2018 | 11:18 am

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘একজন মানুষের পক্ষে যা যা করা সম্ভব সবই করা হয়েছে। আশা করি এবার প্রশ্নপত্র ফাঁস হবে না।’

‘এতকিছুর পরও যদি প্রশ্নফাঁস হয় তবে ফাসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার সকাল সাড়ে ১০টায় শান্তিনগরে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এবারের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, নিয়ম অনুযায়ী ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করার কথা। সবাই পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই প্রবেশ করেছে। মাত্র ১০ জন শিক্ষার্থী কয়েক মিনিট পরে পরীক্ষার হলে প্রবেশ করেছে। তাদের নাম ও হলের ঠিকানা লিখে রাখা হয়েছে। আশা করি, এ বছর নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, আমাদের পরীক্ষার্থীর সংখ্যা এত বেড়ে গেছে যে গ্রাম-অঞ্চলে পরীক্ষার সিট নির্ধারণ করা হয়েছে। সকল জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যদিও সেটা অনেক কঠিন বিষয় ছিল।’

আগামী পরীক্ষাগুলোতে এমসিকিউ পদ্ধতি বাতিল হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক পর্যায়ের আলোচনা ও কাজ শুরু হয়েছে। এখানে জনমতের ব্যাপার রয়েছে।’

বিজ্ঞাপন

কোচিং সেন্টারগুলো খোলা থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখানে শুধু শিক্ষা মন্ত্রণালয় নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইসিটি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই কাজ করছে। সবাই খুব সচেষ্ট রয়েছে।’

সোমবার (১ এপ্রিল) থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এতে ১৩ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। কেন্দ্রে কেন্দ্রে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক লেনদেন বন্ধ করতে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থাও মাঠে কাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন