বিজ্ঞাপন

বার্সেলোনার ঘাড়ে ১৩ হাজার ৪৮৯ কোটি টাকার ঋণের বোঝা

August 17, 2021 | 12:50 am

স্পোর্টস ডেস্ক

অনেকদিন ধরেই ঋণের বোঝায় জর্জরিত বার্সেলোনা। সেটা কতোটা বোঝা গেল লিওনেল মেসির বিদায়ে। অর্থ সংকটের কারণে ক্লাব ইতিহাসের সেরা রত্ন মেসির সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হয়েছে বার্সা। মেসিকে ধরে রাখতে না পারার কারণে বার্সার নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে দুষছেন অনেকে। সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ বেশ কিছু দোষ চাপিয়েছেন লাপোর্তার ঘাড়ে। জবাবে বার্সার বর্তমান সভাপতি বলেছেন, বাধ্য হয়েই ছাড়তে হয়েছে মেসিকে। বার্সার আর্থিক অবস্থা এমন বাজে যে নিজের বেতনের জন্যও ঋণ করতে হয়েছে বললেন লাপোর্তা।

বিজ্ঞাপন

বার্সার সাবেক প্রেসিডেন্ট বার্তেমেউ বর্তমান সভাপতি লাপোর্তার বিরুদ্ধে স্বচ্ছতার অভাব থাকার অভিযোগ করেছেন। মহামারীর মধ্যেও বার্সার আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সম্ভবনা ছিল, কিন্তু লাপোর্তার কারণে সেটা সম্ভব হয়নি বলেছেন বার্তেমেউ।

এসব শোনা পর লাপোর্তা চুপ করে থাকবেন কেন? সংবাদ সম্মেলন ডেকে পাল্টা জবাব দিয়েছেন বার্সার বর্তমান সভাপতি। বলেছেন ক্লাবের ঋণে জর্জরিত হওয়ার বীজ আগেই পোতা হয়েছিল। আজকের দিন পর্যন্ত বার্সার মোট ঋণের পরিমান ১৩৫ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৪৮৯ কোটি টাকা।

লাপোর্তা বলেন, ‘আমাদের ঋণ এবং আমাদের কাছে অন্যদের ঋণের মধ্যে পার্থক্য ৫৫ কোটি ১০ লাখ ইউরো। অনেক বড় অঙ্ক। ব্যাংকের কাছে ঋণ অনেক বেড়ে ৬৭ কোটি ৩০ লাখ ইউরোয় ঠেকেছে। (সভাপতির) দায়িত্ব নেওয়ার পর আমরা গোল্ডম্যান স্যাকসের কাছে সংক্ষিপ্ত মেয়াদে ৮ কোটি ইউরো ঋণ নিই। তা না হলে আমরা বেতন দিতে পারতাম না। প্রেসিডেন্ট হিসেবে আমার বেতনের জন্যও ঋণ নিতে হয়েছিল।’

বিজ্ঞাপন

বার্তেমেউ এর বোর্ড অনেক অপ্রয়োজনীয় খরচ করেছে বলেও অভিযোগ করেছেন লাপোর্তা, ‘টেলিভিশন স্বত্বের আয়ের থেকে ৫০ শতাংশ অগ্রিম হিসেবে আগের বোর্ড ব্যাংক থেকে ৭৯ মিলিয়ন ইউরো ধার নিয়েছে, যার সুদ ৯ শতাংশ। খেলোয়াড়দের বেতন কমানোর বিষয়টিও সত্যি নয়। আমরা অনেক ধরণের বোনাস ও অন্যান্য খরচ দেখেছি। এজেন্টদের বাইরেও অন্যান্যদের পেছনে ৪০ মিলিয়ন ইউরো খরচ হয়েছে খেলোয়াড় কিনতে। প্রতিটি কেনার পেছনে ৮ মিলিয়ন দিতে হয়েছে সঙ্গে ২ মিলিয়ন ইউরো প্রিমিয়াম। দক্ষিণ আমেরিকায় খেলোয়াড় খোঁজার জন্য একজনকে ৮ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে।’

খেলোয়াড়দের সঙ্গে আগের কমিটির চুক্তিপ্রাথা নিয়েও সমালোচনা করেছেন লাপোর্তা, ‘বেতননীতি এবং ভুল দলবদলনীতি আমরা দেখেছি দায়িত্ব নেওয়ার পর। কিংবদন্তিদের জন্য দীর্ঘমেয়াদি চুক্তিপত্র এবং তরুণদের জন্য সংক্ষিপ্ত মেয়াদের চুক্তি, এসব সামলানো খুব কঠিন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন