বিজ্ঞাপন

উড়ে গিয়ে অনুশীলনে নামলেন মুস্তাফিজ

April 2, 2018 | 12:46 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জমজমাট ঘরোয়া ক্রিকেটের আসর আইপিএলে অংশ নিতে শনিবার বিকেলেই ভারতে উড়ে গেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন কাটার মাস্টার। মুম্বাইয়ে পৌঁছেই এরই মধ্যে অধিনায়ক রোহিত শর্মা, বুমরাহসহ দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মোস্তাফিজ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুক পেজে এরই মধ্যে দলের খেলোয়াড়দের অনুশীলনের ছবি পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজকে দেখা গেছে দলের সঙ্গে অনুশীলনে। দলটির অফিশিয়াল ফেসবুক পোস্টে রোহিত, বুমরাহ ও মুস্তাফিজের নাম লিখে ক্যাপশনে যোগ করা হয়েছে, ‘দলের সেরা তিন তারকা যোগ দিয়েছেন ক্যাম্পে।’

বিজ্ঞাপন

এর আগে রোববার মুম্বাইতে পৌঁছেই নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেন মুস্তাফিজ। ছবির ক্যাপশনের লেখেন, ‘মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাম্পে যেতে বেশ উত্তেজনা কাজ করছে।’

মুম্বাই ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৭ এপ্রিল পর্দা উঠেবে ১১তম আইপিএল আসরের।

২০১৬ সালে প্রথমবার আইপিএলের আসরে অংশ নিয়েছিলেন মোস্তাফিজ। সেবার খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। প্রথমবার অংশ নিয়েই দলকে শিরোপা জিতিয়েছিলেন, পেয়েছিলেন আইপিএলের সে আসরের তরুণ উদীয়মান তারকার খেতাব। পরেরবারও তিনি হায়দ্রাবাদের ক্যাম্পে ছিলেন।

বিজ্ঞাপন

আগের দুই আসর হায়দ্রাবাদের হয়ে খেললেও এবার তাকে দলে রাখা হয়নি। সুযোগটা এবার লুফে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। গত জানুয়ারির নিলামে মোস্তাফিজকে দলে টানতে মুম্বাইয়ের খরচ হবে ২ কোটি ২০ লাখ ভারতীয় রূপি।

মুম্বাই ইন্ডিয়ান্সে এবারও অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। রিটেইন ক্রিকেটার হিসেবে তিনি পাচ্ছেন ১৫ কোটি রূপি। এছাড়া, দলটি রিটেইন হিসেবে ১১ কোটি রূপিতে রেখেছে হার্দিক পান্ডিয়া এবং ৭ কোটিতে রেখেছে জাসপ্রীত বুমরাহকে।

তাদের ছাড়াও মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন কিয়েরন পোলার্ড, সূর্য্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান, প্যাট কামিন্স, এভিন লুইস, বেন কাটিং, জেপি ডুমিনি, আকিলা ধনাঞ্জয়া, আদিত্য তারেদের মতো তারকাদের।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন