বিজ্ঞাপন

খেলার অনুমতি চেয়েছেন স্মিথ-ওয়ার্নার

April 2, 2018 | 2:39 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

বল টেম্পারিংয়ের অভিযোগে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে আন্তর্জাতিক সহ ঘরোয়া ক্রিকেটেও এক বছর করে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একই অপরাধে ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞা ৯ মাসের। তবে এরই মধ্যে দেশ এবং দেশের বাইরের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি চেয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করেছেন স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট।

জাতীয় দলে এক বছর পর ফেরার চিন্তা থেকে অন্তত ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি চাইলেও হতো। তারা দেশের বাইরের লিগ খেলতেও অনুমতি চেয়ে আবেদন করেছেন বলে জানা যায়। চলতি মাসের ১১ এপ্রিল তাদের শুনানি হবে।

এদিকে অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানাচ্ছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুনানির দিন শাস্তি কমতে পারে স্মিথ-ওয়ার্নারের। তাদের নিষেধাজ্ঞার মেয়াদ কমতে পারে ঘরোয়া ক্রিকেটে। কিন্তু সেটা আন্তর্জাতিক ক্রিকেটে বহালই থাকবে।

বিজ্ঞাপন

ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী বছরের শেফিল্ড শিল্ডে খেলার অনুমতি পাবেন না স্মিথ-ওয়ার্নার। তবে, ৯ মাসের নিষেধাজ্ঞা পাওয়া ব্যানক্রফটের মেয়াদ শেষ হবে এ বছরেই। তাই তিনি শেফিল্ড শিল্ডে খেলতে পারবেন।

তবে, দেশের বাইরে খেলতে নিষেধ করার এখতিয়ার ক্রিকেট অস্ট্রেলিয়ার নেই। এমনটি ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন