বিজ্ঞাপন

চলতি সপ্তাহেই খুলে দেওয়া হবে চিড়িয়াখানা

August 24, 2021 | 4:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিধিনিষেধ শিথিল করে বিনোদন কেন্দ্র, পার্ক, পর্যটনের স্থান সবকিছু খুলে দেওয়া হলেও বন্ধ রয়েছে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, চলতি সপ্তাহে চিড়িয়াখানা খুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শ ম রেজাউল করিম বলেন, ‘চিড়িয়াখানা খুলে দেওয়া প্রক্রিয়ার মধ্যে রয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে দর্শনার্থীরা দেখতে পারেন সেজন্য আমি ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি। আশা করছি, স্বাস্থ্যবিধি অনুসরণ করে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ আরোপ করে আসছিল সরকার। জনসমাগম এড়াতে সেই থেকে চিড়িয়াখানাও বন্ধ ঘোষণা করা হয়। যা এখন খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন