বিজ্ঞাপন

জেভরেভকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসনার

April 2, 2018 | 4:39 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন আমেরিকান টেনিস তারকা জন ইসনার। ৩২ বছর বয়সী এই তারকা এটিপি মাস্টার্সের শিরোপা জয়ের খরা কাটাতে সক্ষম হয়েছেন। মিয়ামি মাস্টার্সের ফাইনালে জার্মার্নির আলেক্সান্দার জেভরেভকে হারিয়ে শিরোপার আনন্দে মাতেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের ১৪ নম্বর খেলোয়াড় ইসনার।

২০১০ সালের পরে প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে ইসনার মিয়ামি মাস্টার্সের শিরোপা জিতলেন। ক্যারিয়ারে ১৩তম এই শিরোপা জয়ের পরে ইসনার বিশ্ব র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে উঠে আসলেন।

ফাইনালের কোর্টে ইসনার-জেভরেভকে লড়তে হয়েছে দুই ঘণ্টা ২৯ মিনিট। লড়াইয়ে প্রথম সেটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত শিরোপা নিজের কাছে রাখতে পেরেছেন ইসনার। ফাইনালে জেভরেভকে ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান তিনি।

বিজ্ঞাপন

এর আগে রাউন্ড অব সিক্সটিনে ক্রোয়েশিয়ান তারকা র‌্যাংকিংয়ে তিন নম্বরে থাকা মারিন সিলিচকে হারান ইসনার। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার চাঙ হিউনকে হারিয়ে সেমি ফাইনালে উঠেন। সেমিতে আর্জেন্টিনার দেল পোত্রোকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কাটেন ইসনার।

২০১২, ২০১৩ ও ২০১৬ সালে এটিপি মেজর ট্যুর ফাইনালে উঠলেও বার বার হেরে যান ইসনার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন