বিজ্ঞাপন

গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিলম্বে পদত্যাগ করুন: ফখরুল

August 25, 2021 | 5:11 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বুধবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ আহ্বান জানান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মাজার জিয়ারত ও শ্রদ্ধা জানাতে এসেছিলাম। এখানে যারা আছেন, তারা অত্যন্ত পরিচিত মুক্তিযোদ্ধা। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। দুর্ভাগ্য আমাদের, সেই মুক্তিযোদ্ধা দলকে আজকে এখানে আসতে বাধা দেওয়া হয়েছে। এমনকি আমরা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছি, সবসময় গাড়ি মাজারের কাছে নিয়ে আসতাম, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে।’

‘এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস না করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবিলম্বে পদত্যাগ করুন।’- সরকারের উদ্দেশ্যে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল সম্পূর্ণভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে এই মুক্তিযোদ্ধাদল গঠন করা হয়। আমরা বিশ্বাস করি, মুক্তিযোদ্ধাদের জন্য যদি সত্যিকারে কেউ কিছু করে থাকেন, সেটা জিয়াউর রহমান করেছেন। পরবর্তীকালে তারই যোগ্য উত্তরসূরি আরেকজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। তিনিই প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনেকগুলো প্রজেক্ট গ্রহণ করেছিলেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। প্রকৃতপক্ষে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। যে স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, একটি স্বাধীন ভূ-খণ্ডের মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের ভবিষ্যৎ বংশধররা বড় হবে। রাষ্ট্রকে সেইভাবে তারা গড়ে তুলবে। কিন্তু সেই দলটি- যারা মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বলে মনে করে। যারা সারাক্ষণ মুক্তিযুদ্ধের কথা বলে, তারাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা ধ্বংস করে দিয়েছে। যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, সেটা তারা ধ্বংস করেছে, হরণ করেছে এবং লুটে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘যে সংবিধান ১৯৭২ সালে প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধানকে তারা কেটে-ছিঁড়ে তছনছ করে দিয়ে ছদ্মবেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই দলটি ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবং আবারও ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।’

বিজ্ঞাপন

১৯৭২ সালের পর আওয়ামী লীগের হাতে অসংখ্য মুক্তিযোদ্ধার প্রাণ গেছে অভিযোগ করে তিনি বলেন, ‘এখন মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে।’

সারাবাংলা/এজেড/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন