বিজ্ঞাপন

অথচ উইকেট নিয়ে ভাবেননি রেকর্ড-ভাঙা মাশরাফি

April 2, 2018 | 6:23 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বুড়ো হাড়ের ভেলকি কথাটা এখন অতি ব্যবহারে একটু ক্লিশেই হয়ে গেছে। তবে মাশরাফি বিন মুর্তজার জন্য সেটা একদমই বাড়াবাড়ি মনে হবে না। বয়স হয়ে গেছে ৩৪, কিন্তু প্রায় হাঁটুর বয়সী তরুণদের ছাড়িয়ে এবার লিগে গড়ে ফেললেন দারুণ একটা রেকর্ড। লিস্ট ‘এ’ হওয়ার পর প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট তার, ছাড়িয়ে গেছেন আবু হায়দার রনির ৩৫ উইকেটের রেকর্ড।

অথচ মাশরাফি বিন মুর্তজা বলেছেন, উইকেটের সংখ্যা নিয়ে চিন্তাই করেননি। নিজের কাজটা ঠিকঠাক করাটাই ছিল তার লক্ষ্য।

বয়স আর চোট গতি কমিয়ে দিয়েছে আগেই, এবারের লিগে রান আপটাও কমিয়ে ফেলেছিলেন অনেকটা। কিন্তু নিজের অভিজ্ঞতা আর বৈচিত্র্যকে পুঁজি করে এবারের লিগে শুরু থেকেই পথ দেখিয়েছেন আবাহনীকে। কাগজে কলমে অবশ্য অধিনায়ক ছিলেন না, তবে অলিখিত নেতা তো ছিলেনই। রনিকে ছাড়িয়ে যাওয়ার জন্য আজ একটা উইকেট পেলেই হতো। আজ খেলাঘরের সঙ্গে গুণে গুণে মাশরাফি পেয়েছেন ৩ উইকেট। তবে সেটা নিয়ে আলাদা করে ভাবলেন না।

বিজ্ঞাপন

‘লিগের শুরুতে জানতাম এ মৌসুমে পুরোটা খেলার সুযোগ আছে। যেহেতু টি-টোয়েন্টি খেলছি না। নিদাহাস ট্রফিতে যাওয়ার সুযোগ ছিল না। মাইন্ড সেটটা ওইরকম ছিল না, তবে প্রস্তুতি যেন ঠিকঠাক হয় পরের ওয়ানডে সিরিজ আসার আগে। এই লিগ তাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এখনো পর্যন্ত সব ভালো যাচ্ছে। শুরু থেকে এখনো পর্যন্ত এটাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে।’

নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি আরও যোগ করেন, ‘আমার জন্য ভালো সুযোগ ছিল নিজেকে এক্সপ্রেস করার। অনেক কিছুই আমি নতুন করে করতে পেরেছি লিগে, যেটা আমার হচ্ছে। যেটা হয়তো প্রত্যাশা করিনি, শুরুতে ফার্স্ট ক্লাসের জন্য বিশ্রাম নেব কি না। কিন্তু আত্মবিশ্বাস নিয়ে সেই ঝুঁকিটা নেওয়া কাজে এসেছে। আন্তর্জাতিক মানের মতো না হলেও আমার আত্মবিশ্বাস বাড়াতে কাজে এসেছে। অফ সিজনে অনুশীলনে কোচদের সাথে আলোচনা করে জিনিসটা বিল্ড আপ করেছি। যেন আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে লাগাতে পারি। আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল আমি যেন ভালো শেপে থাকি, প্রস্তুতি যেন ভালো থাকে। সর্বোচ্চ উইকেটের ব্যাপার আসলে ছিল না। যেটা আমার ফোকাস ছিল আমি এখন পর্যন্ত সেটা পেরেছি, এটাই বড় ব্যাপার।’

মাশরাফি দলে থাকা মানেই বাংলাদেশের ঘরোয়া লিগে চ্যাম্পিয়নস লিগ, এমন একটা কথা আছে। শেষ ম্যাচ জিতলেই আরও একবার কথাটা সত্যি প্রমাণ হবে। তবে বিপিএল বা এত কিছুর মধ্যে মাশরাফির ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের সেই ব্যথাটা এখনো ভুলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘পরিশ্রম তো করতেই হবে। আমি ভাগ্যে অনেক বিশ্বাসী, এটাও গুরুত্বপূর্ণ। চেষ্টা অবশ্যই করতে হবে। সবচেয়ে বেশি খুশি হতাম ট্রাই নেশন চ্যাম্পিয়ন হলে। তারপরও একটার পর একটা সিরিজ আসবে। চেষ্টাও চালিয়ে যেতে হবে, কষ্টও করতে হবে। যতদিন খেলব। তারপর কিছু পেলে তো ভালোই লাগে। সেটা হলে ভালো লাগে, না হলেও পরের দিনে আবার উঠে একই কাজ করতে হয়। ওটা ধরে চলা খুব কঠিন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন