বিজ্ঞাপন

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

August 31, 2021 | 12:35 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

হিলি: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে একদিনের সরকারি ছুটি শেষে আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশে সরকারী ছুটি থাকায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিলো।

তবে সরকারি ছুটি শেষ হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন