বিজ্ঞাপন

মাহমুদউল্লাহর অন্যরকম ১০০

September 5, 2021 | 3:50 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

সম্প্রতি সময়ে মিরপুর শের-ই-বাংলার উইকেটকে একটু বেশিই মন্থর মনে হচ্ছে। এমন উইকেটে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করাটা সহজ কাজ নয়। মাহমুদউল্লাহ রিয়াদ আজ ব্যাট হাতে পারবেন কিনা সেটা জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। তবে বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস করতে নামতেই অন্য একটা সেঞ্চুরি কিন্তু হলে গেল বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককের। এই সংস্করণে আজ ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশতম ম্যাচ খেলতে নেমেছেন রিয়াদ। বিশ্বের সব ক্রিকেটারদের হিসেবে অষ্টম। অর্থাৎ তার আগে মাত্র ৭জন ক্রিকেটার একশ’র বেশি টি-টোয়েন্টি খেলতে পেরেছেন। এমন অর্জনের কথা কী ক্যারিয়ারের শুরুতে ভেবেছিলেন রিয়াদ!

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে কেনিয়ায় একটি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ওই সিরিজে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক মাহমুদউল্লাহ। মোটামুটি একজন অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়া মাহমুদউল্লাহকে ক্যারিয়ারের শুরুতে একাদশে সুযোগ পেতে সংগ্রম করতে হয়েছে। শুরুতে সেভাবে নিজেকে মেলেও ধরতে পারেননি।

অভিষেক ম্যাচে করেছিলেন ৮ বলে ২ রান। দ্বিতীয় ম্যাচে ১৫ বলে ৬। পরে বাদ পড়ে গেলেন। কিছদিন পর সুযোগ মিললেও প্রথম সাত ম্যাচে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন মাত্র একবার, ১৬ রান। সেই মাহমুদউল্লাহকে ছাড়া এখন বাংলাদেশের টি-টোয়েন্টি দল কল্পনা করা কঠিন। দৃঢ মানসিকতা, চোয়লবদ্ধ প্রতিজ্ঞায় নিজেকে পাল্টেছেন, উপযুগী করে তুলেছেন।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম অধিনায়কও তিনি। ২০১৮ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়া মাহমুদউল্লাহ বাংলাদেশকে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জিতিয়েছেন।

আগের ৯৯ ম্যাচে ২৩.৯৫ গড়ে ১২০.১৯ স্ট্রাইকরেটে ১ হাজার ১০২ রান করেছেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৬৪। ফিফটি পেয়েছেন ৫টি। পাশাপাশি অফ স্পিনে ২৮.৪৩ গড়ে উইকেট নিয়েছেন ৩২টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন