বিজ্ঞাপন

আবারও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল পাকিস্তান

April 3, 2018 | 11:36 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

পাকিস্তানে এসে যেন জেট ল্যাগ কাটছেই না ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচের পর কালও অসহায় আত্মসমর্পণ করল পাকিস্তানের কাছে, কাল উড়ে গেছে ৮২ রানে। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল পাকিস্তান, এ নিয়ে গত ১৯টি টি টোয়েন্টির ১৬টিই জিতল তারা। ধরে রাখল টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও।

চিত্রনাট্যটা প্রায় একই। শুরুতে ব্যাট করে পাকিস্তানের বড় স্কোর দাঁড় করানো, এরপর সেই রান পর্বতে উঠতে গিয়ে শুরুতেই হোঁচট খেয়ে দম ফুরিয়ে যাওয়া। আগের ম্যাচে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁয়েছিল পাকিস্তান, কাল ছাড়িয়ে গেল সেটিকেও। নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরাটা স্মরণীয়ই করে রাখল স্বাগতিকেরা।

করাচিতে শুরুতে ব্যাট করতে নেমে অবশ্য ফখর জামানকে পাকিস্তান হারিয়ে ফেলে ১১ রানেই। এর পরেই ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন বাবর আজম ও হুসাইন তালাত। দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১১৯ রান। ১৪ ওভার শেষে তালাত যখন ৪১ বলে ৬৩ রান করে আউট হলেন, স্কোরবোর্ডে উঠে গেছে ১৩০ রান। এরপর আসিফ আলী ও শোয়েব মালিককে নিয়ে শেষদিকে ঝড় তোলে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বাজে বোলিং তো ছিলই, ফিল্ডাররাও মিসফিল্ডিং করে চার বানিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজমদের। শেষ ৬ ওভারে ৭৫ রান তুলেছে পাকিস্তান। বাবর আজম টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েই গিয়েছিলেন, শেষ পর্যন্ত অপরাজিত থাকতে হয়েছে ৫৮ বলে ৯৭ রান করে। আগের দিন ২০৩ রান করেছিল পাকিস্তান, কাল থেমেছে ২০৫ রানে। টি-টোয়েন্টিতে এটাই তাদের সবচেয়ে বড় স্কোর।

বিজ্ঞাপন

সেই রান তাড়া করে শুরু থেকেই পথ হারিয়েছে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ। ১১ ওভারের মধ্যে যখন ৩ উইকেট চলে গেছে, স্কোরকার্ডে ৬০ রানও ওঠেনি। ম্যাচের ফলও একরকম নিশ্চিত হয়ে গেছে তখনই। চ্যাডউইক ওয়ালটন, দীনেশ রামদীনরা হারের ব্যবধানই শুধু কমিয়েছেন। শেষ পর্যন্ত ১২৩ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ, টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। স্বাগতিকদের হয়ে ৩ উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির, তবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বাবর।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন