বিজ্ঞাপন

বাঘাইছড়িতে পাহাড় ধসে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

September 6, 2021 | 6:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুইটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এতে সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সওজ রাস্তাটি চলাচলের উপযোগী করায় ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মারিশ্যা নামক এই সড়কটির পাঁচ কিলোমিটার পথ ঝুঁকিপূর্ণ। এখানে বিভিন্ন সময় পাহাড় ধসের ঘটনা ঘটছে। গত রোববার রাতেও টানা বর্ষণের কারণে এ সড়কের দুইটিলা ও এগারোকিলো এলাকায় পাহাড় ধসে সড়কের ওপর মাটি পড়ে। এতে সকাল থেকেই এ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

তিনি জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) রাতেও একই সড়কের অজলচুগ, বনবিহার, এগারোকিলো ও চারকিলো এলাকার চারটি স্থানে পাহাড় ধসে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিজ্ঞাপন

সওজ খাগড়াছড়ির উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, এই সড়কটি বৃষ্টিপাতের সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই বৃষ্টিপাত ও পরবর্তী সময়ে সাবধানে চলাফেরা করতে হবে।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন