বিজ্ঞাপন

কাবুলে পাকিস্তানবিরোধী সমাবেশ

September 7, 2021 | 4:21 pm

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামনে শুরুতে একদল নারী বিক্ষোভ শুরু করেন। তারা সেখানে পাকিস্তানবিরোধী স্লোগান দেন। পরে এ সমাবেশে যুক্ত হন অসংখ্য নারী পুরুষ।

বিজ্ঞাপন

সমাবেশে বিক্ষোভরতরা ‘পাকিস্তান পাকিস্তান, আফগানিস্তান ত্যাগ করো’ বলে স্লোগান দেন। এসময় তারা ‘স্বাধীনতা স্বাধীনতা’ বলে স্লোগানে মুখরিত করে তুলেন পাকিস্তান দূতাবাস প্রাঙ্গণ।

এ সমাবেশের সংবাদ সংগ্রহে উপস্থিত সাংবাদিকদের বাধা দেয় তালেবানরা। সাংবাদিকদের সংগ্রহে থাকা সমাবেশের ভিডিওচিত্রও মুছে দেওয়া হয়। সমাবেশ থেকে আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন চ্যানেল নেটওয়ার্ক টলো নিউজের ক্যামেরাপার্সন ওয়াহিদ আহমেদিকে আটক করে তালেবান।

পরে তালেবানরা সমাবেশ ছত্রভঙ্গ করে দিতে ফাকা গুলি ছুড়ে।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে উগ্রবাদী গোষ্ঠী তালেবান। ওইদিন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান।

আফগানিস্তানে তালেবানের সরকার গঠন প্রক্রিয়া চলছে। তালেবান সরকার গঠন প্রক্রিয়ায় সক্রিয় প্রভাব বিস্তার করছে প্রতিবেশী পাকিস্তান।

এদিকে গত ৩১ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কোরেশী আফগানিস্তানে ‘ঐক্যমত্যের সরকার’ গঠন হবে বলে মন্তব্য করেন। আফগানিস্তানে দুই দশক পর তালেবানের উত্থানের জন্য পাকিস্তানের মদত রয়েছে বলে মনে করেন বিক্ষোভরতরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন