বিজ্ঞাপন

বল করেই ইতিহাস গড়লেন অ্যান্ডারসন

April 3, 2018 | 1:06 pm

সারাবাংলা ডেস্ক 

বিজ্ঞাপন

প্রথম ইংলিশ বোলার হিসেবে ৫০০ উইকেট পেয়েছিলেন আগেই। মাত্র দ্বিতীয় পেসার হিসেবে এই মাইলফলকও ছুঁয়েছিলেন। তবে একটা জায়গায় অন্য সব পেসারকেই ছাড়িয়ে গেলেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল করা পেসার এখন অ্যান্ডারসনই, ভেঙে দিয়েছেন কোর্টনি ওয়ালশের রেকর্ড।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের ১৭তম ওভারের শেষ বলেই রেকর্ডটা গড়ে ফেলেছেন অ্যান্ডারসন। এতোদিন টেস্টে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি বল করার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশের, ৩০০১৯টি। অ্যান্ডারসন চার টেস্ট বেশি খেলে ছাড়িয়ে গেছেন তাঁকে। টেস্ট ইতিহাসেই তাঁর চেয়ে বেশি করেছেন শুধু তিনজন- শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন।

আপাতত অ্যান্ডারসন অবশ্য ম্যাকগ্রার রেকর্ডটাই পাখির চোখ করবেন। টেস্টে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার (৫৬৩টি)। অ্যান্ডারসনের উইকেট হয়ে গেছে ৫৩১টি। ইংল্যান্ডের টেস্টে সময়টা ভালো না গেলেও অ্যান্ডারসন এখনো বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে যাচ্ছেন। অ্যাশেজে ১৭ উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও তিন ইনিংসে নিয়েছেন ৮ উইকেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন