বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৪১

September 8, 2021 | 3:01 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে ৪১ জন বন্দি নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন।

বিজ্ঞাপন

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে দেশটির রাজধানী জাকার্তার উপকণ্ঠে অবস্থিত কারাগারটিতে আগুন লাগে। ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি অবস্থান করায় ক্ষয়ক্ষতি বেড়েছে।

বিবিসির খবরে বলা হয়, গভীর রাতে টাঙ্গেরাং নামক ওই কারাগারে আগুনের সূত্রপাত হয়। তখন অধিকাংশ বন্দি ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ব্লক সি-তে আগুনের সূত্রপাত হয়। ৪০ বন্দি ধারণ ক্ষমতার ওই ব্লকে ছিলেন ১২২ জন। সেখানে পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার কয়েদিসহ কিছু বিদেশি ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ৬০০ ধারণক্ষমতার ওই কারাগারে ২০০০ কয়েদি ছিলেন। রাতে কারারক্ষী ছিলেন মাত্র ১৫ জন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন