বিজ্ঞাপন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

September 8, 2021 | 3:41 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

জিতলেই সিরিজ জয়, এমন সমীকরণে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে টস হেরে প্রথমে বোলিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

বিজ্ঞাপন

বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ওপেনিং ও মিডল অর্ডারে পরিবর্তনের আভাস পাওয়া গেলেও আগের তিন ম্যাচ খেলা ১১ জনের ওপরই ভরসা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে এসেছে দুটি পরিবর্তন। জ্যাকব ডাফি ও স্কট কুগেলিনের জায়গায় ডাকা হয়েছে হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরেছে নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে আজও জয়ের বিকল্প নেই সফরকারীদের। অন্যদিকে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন