বিজ্ঞাপন

ইউরোপে আফগান শরণার্থীদের জায়গা নেই: চেক প্রধানমন্ত্রী

September 8, 2021 | 5:11 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয়ান ইউনিয়নে কোনো আফগান শরণার্থী স্থান পাবে না বলে মন্তব্য করেছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী অ্যান্দ্রেজ বাবিস। অন্য দেশে আশ্রয় দেওয়ার চেয়ে, আফগানদের নিজ দেশে বসবাসের উপায় বের করার তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবেস্টাইন কুর্জ ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগারের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

চেক প্রজাতন্ত্রের লেডনাইস ক্যাসেলে অনুষ্ঠিত ওই বৈঠকে অ্যান্দ্রেজ বাবিস বলেন, প্রকৃতপক্ষে ইউরোপে আফগান শরণার্থীদের জন্য কোনো জায়গা হবে না। ইউরোপে শরণার্থীদের জায়গা দেওয়ার ব্যাপারে অতীতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু আমি মনে করি এটি ভালো সমাধান নয়।

তিনি বলেন, আফগানদের তাদের নিজ দেশে বসবাস করার উপায় করে দেওয়াটাই হবে উপযুক্ত সমাধান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন